নারী বিশ্বকাপ

ব্রাজিল ও আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৩, ২০২৩, ০৩:১৬ এএম

ব্রাজিল ও আর্জেন্টিনার বিদায়

নারী বিশ্বকাপের একই দিনে বিদায় নিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের কিংবদন্তি মার্তাও শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। ভক্তদের হতাশার দিনই।

 নারী বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইডেন। আজ হ্যামিল্টনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করে সুইডেন। দ্বিতীয় পর্বে আমেরিকার মোকাবেলা করবে ইউরোপীয় দলটি। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। মেয়েদের বিশ্বকাপে ব্রাজিলের সেরা সাফল্য ২০০৭ আসরে রানার্সআপ হওয়া। এর আট বছর আগের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তারা। শিরোপা দৌড়ে দেশটি এবার যে ফেভারিটদের অন্যতম ছিল, তা নয়। তবে শক্তির পার্থক্যে ব্রাজিল ও জ্যামাইকার মধ্যে ব্যবধানটা স্পষ্ট। 

 

Link copied!