লিওনেল মেসি ও নেইমার দুজনই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলেন। ক্লাব সতীর্থ দুজন। তবে আজ মুখোমুখি হচ্ছেন তারা। ব্রাজিল ও আর্জেন্টিনা যখন খেলতে নামবে তখন চোখ থাকবে এ দুজনের দিকেই।
বিশ্বকাপ বাছাইয়ে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। ফুটবলবিশ্বে যেটিকে সুপারক্লাসিকো বলা হচ্ছে। লিওনেল মেসি ও নেইমার আবার মুখোমুখি হচ্ছেন। এর আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই করেছিল জুলাইয়ে। সে লড়াইয়ে আর্জেন্টিনা অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে জয়লাভ করে।
বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিল ৭ ম্যাচের ৭টি জিতে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এই অঞ্চলে ১০টি দেশ খেলছে। এর মধ্যে সেরা ৪টি দেশ সরাসরি কাতারে ২০২২ বিশ^কাপে কোয়ালিফাই করবে। আর পঞ্চম স্থান অধিকার করা দেশ প্লে-অফ খেলবে। প্রতিটি দেশ এই বাছাইয়ে ১৮টি করে ম্যাচ খেলবে। ফলে বিশাল বাছাই পর্ব।
আর্জেন্টিনা বাছাইয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সর্বশেষ ম্যাচে ব্রাজিল ১-০ গোলে চিলিকে হারায়। আর আর্জেন্টিনা ৩-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করেছিল। ব্রাজিল কোয়ারেন্টিন জটিলতায় বেশ কয়েকজন খেলোয়াড়কে বাছাইয়ে আনতে পারেনি। যারা ইংল্যান্ডে খেলেন তারা অনেকে আসতে পারেননি। এদিকে আর্জেন্টাইনরা একটু কম জটিলতায় পড়েছে। তবে নেইমার ও মেসির লড়াই দেখতে তাকিয়ে আছে ফুটবলবিশ্ব।