ব্রাজিলে ফুটবল টিম বহনকারী বাস উল্টে কোচসহ চারজনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৬:০৬ পিএম

ব্রাজিলে ফুটবল টিম বহনকারী বাস উল্টে কোচসহ চারজনের মৃত্যু

ব্রাজিলে ফুটবল দল বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে ৩২ ফুট নিচে পড়ে গিয়ে দলটির কোচসহ তিন কিশোর ফুটবলারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন। 

স্থানীয় সোমবার (৩০ জানুয়ারি) ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের আলেম পারাইবাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রিও ডি জেনেরিওতে টুর্নামেন্ট জিতে ফেরা ‘দ্য এসপোর্টে ক্লাবে ভিলা মারিয়া এলেনা’ ক্লাবের ২৮ কিশোর ফুটবলার, কোচ ও অন্যান্যদেরসহ ৩৩ জন যাত্রী নিয়ে বাসটি উবাপোরাঙ্গা থেকে ডুকুয়া দে কাইজাসের দিকে যাচ্ছিল। আঙ্গু নদীর ওপরে ব্রিজে ওঠার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এক কিশোর জানান, খুব দ্রুত গাড়িটি চলছিল আর সবাই গভীর ঘুমে ছিল। দুর্ঘটনার পর দরজা-জানালা ভেঙে আমরা বের হয়ে আসি। 

মৃত চার জন- কাইলন ডা সিলভা পাইজাও (১৩), থিয়াগো রামোস দে অলিভেইরা (১৫), আন্দ্রে ভিয়ানা ডা কস্টা (১৫) ও ডিয়াহো কৌতিনহো ভিলার (১৮)।

ন্যাশনাল বেজ কাপ নামে ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছিল দলটি। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব ১৫ প্রতিযোগীতায় জয় পায় তারা। 

Link copied!