টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ভারত সহজে মাঠ ছাড়ছে না

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৩, ১১:৩৮ পিএম

ভারত সহজে মাঠ ছাড়ছে না

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে বিশ্বরেকর্ড করতে হবে ভারতকে। ৪৪৪ রান লক্ষ্য। অস্ট্রেলিয়ার মুখে হাসি অবশ্য প্রসারিত হচ্ছে না। ভারত টেস্টের চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রানে দিন শেষ করেছে। এখনও ২৮০ রানে পিছিয়ে ভারত আর হাতে ৭ উইকেট রয়েছে। 

রবিবার টেস্টের শেষ দিন। অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৭ উইকেট দরকার। তবে কোহলি ও রাহানে এখনো উইকেটে রয়েছেন। কোহলি ৪৪ ও রাহানে ২০ রানে অপরাজিত রয়েছেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে ৪৪৪ রানের টার্গেট পেয়েছে ভারত।
ইংল্যান্ডের  ওভালে চলমান ফাইনালের চতুর্থ দিন, আজ ৮ উইকেটে ২৭০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। এতে ৪৪৪ রানের পাহাড় সমান টার্গেট পায় ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার  ৪৬৯  রানের জবাবে  ভারত ২৯৬।
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ৪১ ও ক্যামেরুন গ্রিন ৭ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন ৪১ রানেই থামেন লাবুশেন। হাফ-সেঞ্চুরি তুলে ৬৬ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। এছাড়া মিচেল স্টার্ক ৪১ ও গ্রিন ২৫ রান করেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩টি, মোহাম্মদ সামি-উমেশ যাদব ২টি করে উইকেট নেন।

Link copied!