ভারতীয় অধিনায়কের শাস্তির বিরুদ্ধে আপিল করবে না বিসিসিআই

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২৩, ০২:১৪ এএম

ভারতীয় অধিনায়কের শাস্তির বিরুদ্ধে আপিল করবে না বিসিসিআই

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিতর্কিত কর্মকাণ্ড করে তীব্র সমালোচনার শিকার হন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙার পাশাপাশি ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় ভারতের অধিনায়ককে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

লেভেল ২ ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ এবং ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমানপ্রীত। আর বাকি ২৫ শতাংশ এবং ১ ডিমেরিট পয়েন্ট ভারতীয় অধিনায়ককে দেওয়া হয়েছে লেভেল ১ ভঙ্গ করার দায়ে। তার সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনাও সইতে হচ্ছে তাঁকে।

আজ সংবাদসম্মেলনে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, হারমানপ্রীতের শাস্তি প্রত্যাহার বা কমানোর ব্যাপারে বোর্ড আপিল করবে না। বিসিসিআই সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ কয়েকদিনের মধ্যে তাঁর (হারমানপ্রীত) সঙ্গে কথা বলবেন।

এর আগে, হারমানপ্রীতের এই শাস্তি ক্রিকেটের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন আফ্রিদি। হারমানপ্রীতের আচরণ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রে নয় এর আগেও ক্রিকেটে আমরা এমনটি হতে দেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে নারী ক্রিকেটে এরকম খুব একটা দেখা যায় না। হারমানপ্রীতের এই ঘটনাটা একটা বড় ঘটনা। আইসিসি তাকে শাস্তি দিয়ে ঠিক করেছে। ভবিষ্যতে এটি উদাহরণ হিসেবে কাজ করবে। ক্রিকেটে আক্রমণাত্মক হওয়া যায়, কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।’

Link copied!