শর্ত দিল দুটি

ভারতে খেলতে যাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৩, ০৩:১২ এএম

ভারতে খেলতে যাবে পাকিস্তান

দুটি ক্রিকেট আসর বেশ তোপের মধ্যে রয়েছে। এশিয়া কাপ ও বিশ^কাপ নিয়ে জট খুলছে না। এদিকে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে পাকিস্তান সফর করেছেন ১৫ বছর পর। দুই দলের মধ্যকার সংকট নিরসনে বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস চেষ্টা করছেন। সেখানে কথা উঠেছে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‍‍`দ্য নিউজ‍‍` জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দলের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর। পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। এ সময় আইসিসির নতুন আর্থিক মডেল নিয়েও আইসিসি সভাপতির কাছে অসন্তুষ্টির কথাও জানিয়েছেন পিসিবি সভাপতি।
পাকিস্তানের দল ভারত সরকারের ছাড়পত্র না পায় বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে, তা হলে আইসিসিকে তারা অনুরোধ করতে পারেন নিরপেক্ষ মাঠে পাকিস্তানের ম্যাচ আয়োজন করার জন্যে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বের যে কোনও প্রান্তেই বেশ উত্তেজনার এবং আর্থিক দিক থেকে লাভজনক। ভারত কিছুতেই দেশের মাটিতে সেই ম্যাচ আয়োজন করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না। এই কারণেই বোর্ড সচিব জয় শাহ এশিয়া কাপে হাইব্রিড মডেলের পক্ষপাতী নন। কারণ, তাতে এ দেশের মাটিতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে সমস্যা দেখা দিতে পারে।
আইসিসি অবশ্য পাক বোর্ড এবং ভারতীয় বোর্ডের মধ্যে একটা মধ্যস্থতা করতে চাইছে। এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুটোই যাতে সুষ্ঠু ভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা করছে তারা।
 

Link copied!