জুলাই ৪, ২০২৩, ১০:১৪ পিএম
টানা দ্বিতীয় বার ওয়ানডে বিশ্বকাপে আসতে ব্যর্থ হলো জিম্বাবুয়ে। ২০১৯ সালেও তারা ইংল্যান্ডে খেলতে পারেনি। আরো একবার তাদের দর্শক হয়ে থাকতে হবে।
আজ বুলাওয়েতে স্কটল্যান্ড ৩১ রানে হারায় জিম্বাবুয়েকে। স্কটিশদের আশা টিকে থাকলেও বিদায় ঘটেছে জিম্বাবুয়ের।বাছাইপর্ব থেকে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করা শ্রীলঙ্কা সুপার সিক্স টেবিলের শীর্ষে, পয়েন্ট ৮। জিম্বাবুয়েকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে স্কটল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় তিনে নেমেছে জিম্বাবুয়ে।
চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৪ হলেও তারা রানরেটে জিম্বাবুয়ের থেকে এগিয়ে আছে। আর তাতেই জিম্বাবুয়ের বিদায় ঘণ্টা বেজেছে।
সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। ডাচদের হারাতে পারলে স্কটিশরা ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে যাবে। তবে নেদারল্যান্ডস বড় ব্যবধানে জিতলে তারাই বিশ্বকাপের টিকিট কাটবে।