ভয়ঙ্কর স্পেনের সামনে দৃপ্ত ইতালি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২১, ০৫:৩৮ এএম

ভয়ঙ্কর স্পেনের সামনে দৃপ্ত ইতালি

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ একবারের বিশ্বকাপ জয়ী দল স্পেন। তবে স্পেন বেশ ভয়ঙ্কর দল। ইতালি আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। স্পেন সর্বশেষ ২০১২ সালে এই ইতালিকে ফাইনালে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জেতে। ইতালির জন্য এটা প্রতিশোধের ম্যাচও বটে। যদিও ২০১৬ সালের ইউরোতে ইতালি ২-০ গোলে স্পেনকে হারিয়েছিল। ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো দলই ছোট বা বড় নয়। এটাই স্পেনের মাথা ব্যথা। এছাড়া তারা যোগ্য দল হিসেবে সেমিফাইনালে এসেছে। 

বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর প্রথম সেমিফাইনালটি শুরু হবে। আর সম্প্রচার করবে খেলাটি সনি সিক্স ও সনি টেন ২। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর সেটাও এই ওয়েম্বলিতে। মজার ব্যাপার হচ্ছে ফাইনাল ম্যাচটিও এই স্টেডিয়ামেই রয়েছে। 

কোয়ার্টার ফাইনালে স্পেন টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়েছে। অন্যদিকে ইতালি ২-১ ব্যবধানে বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। 

ইতালির আজ চিন্তার কারণ লেফট ব্যাক স্পিনাজ্জোলা খেলতে পারছেন না। বেলজিয়ামের ম্যাচে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তার বদলে নতুন এমরসন যোগ হতে পারেন। 

স্পেনের সারাবিয়ার ইনজুরি রয়েছে। তিনি না খেললে ডানি ওলমো ফিরবেন খেলবেন। স্পেন ও ইতালির দলের হালকা পরিবর্তন আজ দেখা যাচ্ছে। শ্বাসরুদ্ধকর একটি সেমিফাইনালের অপেক্ষা এখন   

Link copied!