মত পাল্টালেন, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ১২, ২০২২, ০৯:৩৬ পিএম

মত পাল্টালেন, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

নানা নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার রাতে সাকিবের দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

মানসিক অবসাদের কারণে আগামি ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয়েছিল জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

ক্যারিয়ারের পরের পরিকল্পনা নিয়ে আজ শনিবার বিসিবির সাথে বৈঠকে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে নাজমুল ও সাকিব দুজনেই নিশ্চিত করেন খেলার কথা।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘পরশু দিন দুবাই থেকে এসেই সাকিব আমার বাসায় এসেছিল, এটা আসার কথা ছিল। ওর সাথে কিছু কথাবার্তা হয়েছে। ওকে সময়ও দেওয়া হয়েছিল ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখার। কালকে ও আমার সাথে কথা বলেছে। আজ আমরা বোর্ডে বসেছিলাম সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে।’

বিসিবি সভাপতি আরও বলেন, “‘পরশু দিন সে যে জিনিষটা বলেছে, আসলে সে একটু মানসিকভাবে ডিস্ট্রাক্ট। এটা আমাদের সকলেরই, কোনো না কোনো সময় এরকম হয়। অনেকে আপনারা ধারণা করে নিচ্ছেন, এটার জন্য-ওটার জন্য। যে কোনো মানুষেরই এমন জিনিস থাকতে পারে, মানুষ এটা জানেই না। ও মানসিকভাবে একটু ডিস্ট্রাক্ট, সে জন্য সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। সে আমার সাথে আলাপ আলোচনা করেছে এবং বলেছে সব ফরম্যাটে খেলত চায়। ইনক্লুডিংলি দক্ষিণ আফ্রিকা।”

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “বোর্ড যেভাবে বলবে এখন থেকে সেভাবেই চলবেন তিনি।”

বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছিল জানিয়ে  সাকিব  আরও বলেন, “পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, গতকালও হয়েছে। আজকেও (শনিবার) কথা হয়েছে। আমরা পুরো বছরের প্লানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।”

এর আগে দুপুর সাড়ে ১২টার পর মিরপুরে আসেন নাজমুল হাসান। কিছুক্ষণ পরই সাকিব বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন। বিসিবি সভাপতির রুমে তারা বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর দুজনে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের।

আগামীকাল রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার  উদ্দেশ্যে বিমানে চড়বেন সাকিব।এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। গতকাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। শনিবার সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সাথেই সাকিব যাচ্ছেন সেখানে।

প্রসঙ্গত, এর আগে গত রবিবার দুবাই যাওয়ার আগে সাকিব বলেছিলেন, “আমি জানি না যে আমার সামনে কী আছে। সিরিজ বাই সিরিজ আমার জন্য পরিকল্পনা করা কঠিন। আমি যদি পুরো বছরের পরিকল্পনা জেনে যেতে পারতাম বা জেনে যেতে পারি আমার জন্য অবশ্যই সেটা ভালো হবে। আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারব। আমার নিজস্ব পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনা, অন্য যে কোনো কিছু আমার ব্যক্তিগত জীবনও কিংবা ক্রিকেট ক্যারিয়ার দুইটা দিক থেকেই ভালো হতো। এই বিষয়গুলো পরিষ্কার থাকাটা খুব জরুরি।”

বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব। সেদিন তিন ফরম্যাটে তাকে রেখে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিও ঘোষণা করে বিসিবি।

Link copied!