মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়ালের ট্রফি প্যারেড

ক্রীড়া ডেস্ক

মে ৩০, ২০২২, ১১:৪০ পিএম

মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়ালের ট্রফি প্যারেড

মাদ্রিদ ঘুমাতে পারছে না। রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব প্যারিস থেকে আসার পর উচ্ছ্বাস করেই চলেছে। গতরাতে তারা ছাদখোলা ডাবল ডেকার বাসে পুরো শহরে ঘুরেছে। আর আজও সেটা হয়েছে। 

পুরো মাদ্রিদ শহর ছেয়ে গেছে সাদা জার্সি আর পতাকায়। বেনজেমা , ভিনিসিয়াসরা নাচে ও গানে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন পুরো টা সময়। টানা ২ দিন এই উচ্ছ্বাস, আনন্দ ও পার্টি চলবে। 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রিয়াল মাদ্রিদ ১-০ গোলে লিভারপুলকে হারায়। এটা ছিল রিয়ালের ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয়।  

শিরোপা জয় উদযাপনের অংশ হিসেবে খেলোয়াড়ররা একটি উন্মুক্ত বাসে ট্রফি নিয়ে শনিবার মাদ্রিদ শহর প্রদক্ষিন করে। মাঝপথে তারা বিরতি নেয় আঞ্চলিক সরকারের সদর দপ্তর আলমুদেনা ক্যাথেড্রাল, সিটি হল, প্লাজা সিবেলেস এবং সবশেষে সান্তিয়াগো বর্নাব্যুতে। 

এই শিরোপা উদযাপনে রিয়াল দলের নেতৃত্ব দেন মার্সেলো। এক পর্যায়ে স্টেডিয়ামে সমবেত দর্শকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ২০০৭ সাল থেকে রিয়াল মাদ্রিদে রয়েছেন এই ব্রাজিলীয় তারকা। পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেই ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। 

ভক্তদের উদ্দেশ্যে এ সময় মার্সেলো বলেন,‘ এটি আমার জীবনের একটি চমৎকার মুহুর্ত। বিশ্বের সেরা  ক্লাবটিতেই আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। আজকের এই দিনটি বিষন্নতার জন্য নয়। এটি উচ্ছাস প্রকাশের দিন। কারণ আমরা বিশ্বের সেরা প্রতিযোগিতায় আবারো চ্যাম্পিয়ন হয়েছি।’

Link copied!