বঙ্গবন্ধ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৩, ১১:৫৬ পিএম

মালদ্বীপকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ার জোগাড় হয়েছিল। 

বেঙ্গালুরুর শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে পরে।  এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। অবিশ্বাস্য কামব্যাক। 

বাংলাদেশের জয়ের নায়ক রাকিব, তারিক কাজী ও শেখ মোরসালিন। লেবাননের ম্যাচে তারিকের ভুলে গোল হজম করে। সে আজ গোল দিয়ে আত্মতৃপ্তি পেয়েছেন।

শেষ ম্যাচে ভুটানকে হারালে সেমিফাইনালে যাবে জামালরা। বাংলাদেশের অর্জন হলো ৩ পয়েন্ট। আর এই ৩ পয়েন্ট বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে সেমি ফাইনাল খেলার। 
ম্যাচের ১৭ মিনিটে মালদ্বীপকে ১-০ গোলের লিড এনে দেয় হামজা মোহাম্মদ। ৪২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেইন। ম্যাচের  ৬৭ মিনিটে তারেক কাজী ও ৯০ মিনিটে শেখ মোরসালিনের গোলে ৩-১ এ জয় লাভ করল জামাল ভূঁইয়ারা। এই জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইলো টাইগাররা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে পরাজিত হয় লাল-সবুজরা।
২৮ জুন গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

Link copied!