নিউজিল্যান্ডে এখন থেকে স্বাধীন চলাফেরা করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগারদের কোয়ারেন্টিন নামক ‘যন্ত্রণা’ আর পেতে হবে না। নিউজিল্যান্ডে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। চতুর্থ দফায় করোনা পরীক্ষায় বাংলাদেশের সবার রিপোর্ট নেগেটিভ আসায় মাঠে পূর্ণ দমে অনুশীলন করতে পারবেন।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। আগামী ২০ মার্চ ডুনেডিনে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ। টাইগাররা ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছেন। সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের পূর্ণ দমে মাঠে অনুশীলনে আর কোনো বাধা থাকছে না।
১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন শেষে তারা এখন ক্রাইস্টচার্চ থেকে আজ বিকালে কুইন্সটাউনে যাত্রা করবেন। সেখানে পাঁচ দিনের ক্যাম্প শেষে ১৬ মার্চ চলে যাবেন সিরিজের প্রথম ওয়ানডের ভেন্যু ডুনেডিনে। গতকাল ক্রাইস্টচার্চের লিঙ্কন ইনে শেষ দিন তারা গ্রুপ ও জিমসেশনে সময় কাটিয়েছেন।