মুশফিক খেলতে পারছেন না, বিসিবির দায় কতটুকু

ক্রীড়া ডেস্ক

জুলাই ৩০, ২০২১, ১০:১৩ এএম

মুশফিক খেলতে পারছেন না, বিসিবির দায় কতটুকু

অস্ট্রেলিয়ার সাথে খেলতে হলে মুশফিকুর রহিমকে ২০ জুলাইয়ের মধ্যে বায়ো-বাবলে প্রবেশ করতে হতো। ১০ দিনের কোয়ারেন্টিন জরুরি ছিল। আর এই চাওয়াটা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। মুশফিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন খেলতে পারছেন না। এখন এই দোষ কার। সবাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে দোষ দিচ্ছে। আসলেই কি তাই?

জিম্বাবুয়ে থেকে মুশফিক ফিরে আসেন তড়িঘড়ি করে। বাবা-মা করোনা পজিটিভ ছিলেন। ফলে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। দেশে ফিরে পরিবারের খোঁজ-খবর নেন। তখন তার মাথায় ছিল না বা জানতেন না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) কি শর্ত দিয়েছে। তিনি জানলে হয়তো আগেভাগে হোটেল কোয়ারেন্টিনে উঠতে পারতেন। সেক্ষেত্রে ২০ থেকে ৩০ জুলাই কোয়ারেন্টিনে থেকে ৩১ জুলাই রিল্যাক্স থেকে ১ আগস্ট থেকে অনুশীলনে নামতে পারতেন। আর ৩ আগস্ট খেলা। 

অস্ট্রেলিয়া নানা শর্ত দিয়ে ঢাকায় এসেছে। কিন্তু মুশফিকুর রহিমের ব্যাপারে তারা ছাড় দিতে নারাজ। ৭ দিনের কোয়ারেন্টিনেও হবে না এমনটাই নাকি তারা বলেছে! ফলে মুশফিক খেলতে পারছেন না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পারতো মুশফিককে এই পরিস্থিতি জানাতে? আবার বাবা-মা অসুস্থ আর মুশফিক কি পারতেন আগেভাগে হোটেলে উঠতে? ক্রিকেট বোর্ড সেটা ভেবে কি মুশফিককে নক করেনি? এটাও হতে পারে বটে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতাশ। তারা অস্ট্রেলিয়ার সব শর্ত মেনে নিলেও মুশফিকের ব্যাপারটিতে ছাড় দেয়নি।  

Link copied!