মেসিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০৩:৫২ পিএম

মেসিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে

২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। এখন আরো একবার তাঁর বাংলাদেশে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।

সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে, ভেনেজুয়েলা, বলিভিয়া, প্যারাগুয়ে ও চিলিতেও কূটনৈতিক দূতের দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনার জাতীয় সংবাদ সংস্থা ‘তেলাম’কে তিনি বলেছেন, ‘আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই।’ সাদিয়া ফয়জুন্নেসার এই মন্তব্য প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’।

তিনি বলেছেন, মেসি বাংলাদেশে খুব জনপ্রিয়। ফুটবলের জন্য বাংলাদেশীরা আর্জেন্টিনাকে ভালোবাসে। সেখানে মেসির উপস্থিতি হবে সম্মানের ব্যাপার। ডিয়েগো ম্যারাডোনার জন্যই বাংলাদেশে ফুটবল জনপ্রিয় বলেও উল্লেখ করেন তিনি।

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধনের কথাও বলেছেন সাদিয়া ফয়জুন্নেসা, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আছে। ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর আর্জেন্টিনা দ্রুত স্বীকৃতি দিয়েছিল আমাদের।’

ওই সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। এ ঘোষণা বাংলাদেশে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দুয়ার আরো উন্মুক্ত করেছে।

Link copied!