মেসির আল হিলালে যাওয়া নিয়েও গুঞ্জন

মেসিকে পেতে বার্সেলোনার চেষ্টা

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৩, ০১:৩৪ এএম

মেসিকে পেতে বার্সেলোনার চেষ্টা

প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ছেন লিওনেল মেসি। কোথায় যাচ্ছেন, এটা নিয়ে গুঞ্জনের অভাব নেই। এএফসি গত মাসে বোমা ফাটায়। তারা দাবি করে, মেসি সৌদি আরবে যাচ্ছেন। এদিকে গতরাতে ফক্স স্পোর্টস জানিয়েছে, আল হিলালে চুক্তিবদ্ধ হচ্ছেন মেসি!

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ফরাসি লিগ ওয়ানে নিজের প্রথম মৌসুমটা চেনা ছন্দে কাটাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। তখন অনেকেই ৩৫ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ইতি টেনে দিচ্ছিলেন। তবে বিশ্বকাপের পর বদলে যায় দৃশ্যপট।   

বার্সেলোনার  কোচ জাভি সম্প্রতি স্প্যানিশ দৈনিক স্পোর্তকে তিনি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, যদি মেসি ফিরে আসে তাহলে আমাদের সাফল্য আরও বেড়ে যাবে। আমার কোনো সংশয় নেই এতে। কারণ এখনও সে দুর্দান্ত ফুটবলার, এখনও সাফল্যের ক্ষুধা রয়েছে তার মধ্যে। সে একজন বিজয়ী। সে একজন দক্ষ নেতা। সবার চেয়ে ভিন্ন একজন খেলোয়াড়। তবে সব তার ওপর নির্ভর করছে।

১৭ই মে স্প্যানিশ দৈনিক ফুটবল এস্পানা জানায়, মেসিকে ভেড়ানোর তৃতীয় প্রচেষ্টায় তার বার্ষিক বেতন ৫০০ মিলিয়ন ইউরো ধরে আল হিলাল এফসি। আর্জেন্টাইন ফুটবল বিশ্লেষন মোরা ওয়াই আরোহো সিএনএনকে বলেন, ‘আমি মনে করি, মানুষের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাবক টাকা। অনেকেই বলে মেসির আর টাকার প্রয়োজন নেই। তবে আমার মনে হয়, মেসিকে পেতে হলে সৌদি আরবের দলের প্রস্তাবের সঙ্গে অবশ্যই লড়াই করতে হবে।’ 

ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, এমএলএস ক্লাব ইন্টার মায়ামি লিওনেল মেসিকে ভেড়াতে ক্লাবের মালিকানার অংশ দিতেও প্রস্তুত। ২০১৯ সালে ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যামকে আর্জেন্টাইন সুপারস্টারের যুক্তরাষ্ট্র গমন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ইংলিশ কিংবদন্তি বলেছিলেন, ‘ফুটবলে কখন কী হয়, আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না।’ অর্থাৎ, আরও ৪ বছর আগে থেকেই মেসির ওপর নজর রয়েছে ইন্টার মায়ামির। বৃটিশ গণমাধ্যমগুলোর তথ্য মতে, ২০২২ সালে মেসির সঙ্গে চুক্তির কাছাকাছিও চলে গিয়েছিল মায়ামিরা।

এএফপি ও ফক্স অবশ্য গুঞ্জন তৈরী করেছে। তাদের ধারণা মেসি, সৌদি আরবের আল হিলালে যাচ্ছেন। মেসির সঙ্গে পিএসজির চুক্তি ৩০ জুন পর্যন্ত রয়েছে। সামনের দিনগুলোয় আরো এমন খবর পাওয়া যাবে অবশ্য। 

বর্তমানে মার্কেটে মেসি যে পরিমান বেতন সেটা দিতে বার্সেলোনা পারবে না। সেক্ষেত্রে বার্সেলোনা ইন্টার মিয়ামির হয়ে জয়েন্টলি কোনো সমাধাণে চেষ্টা করবে। ধারে মেসি ইন্টার মায়ামিতে খেলবেন ১৮ মাস। তারপর বার্সেলোনায় ফিরতে পারেন এই আর্জেন্টাইন। 

Link copied!