জানুয়ারি ১৭, ২০২৩, ০৮:৪৩ পিএম
আসছে জুনে বাংলাদেশ সফরে আসছে আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড লিওনেল মেসিসহ কাতার বিশ্বকাপ জয়ী পুরো দল। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এতথ্য জানিয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি গণমাধ্যমকে বলেন,“এর আগে ২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে।”
মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সবকিছুই ছিল অসাধারণ। মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের।’
প্রসঙ্গত, বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলেল বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে । বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চেষ্টা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়। এ চিঠির আহবানে সাড়া দিয়েই আসছে জুনে আসছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল।
প্রসঙ্গত, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন গনজালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া। অপর গোলটি ছিল আত্মঘাতী।