প্যারিসে ব্যালন ডি‘অর ২০২১ জয় করলেন লিওনেল মেসি। ক্যারিয়ারে এটি তার রেকর্ড সপ্তম ব্যালন ডি‘অর জয়। তার পেছনে শুধু ৫টি নিয়ে দ্বিতীয়স্থানে ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি এবার ব্যালন ডি‘অর র্যাংকিংয়ে ৬ষ্ঠস্থান অর্জন করেছেন। নারী ব্যালন ডি‘অর পেয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস।
চলতি বছর কোপা আমেরিকা শিরোপাও জেতেন লিওনেল মেসি। আবার বার্সেলোনা ছেড়ে আসেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
চেলসি বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে। রবার্ট লেভানডভস্কি স্ট্রাইকার অফ দ্য ইয়ার হয়েছেন। পেদ্রি বর্ষসেরা অনূর্ধ্ব ১৯ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতালির গোলকিপার ডোনারুমা সেরা গোলকিপার হন (লেভ ইয়াসিন ট্রফি)।