মেয়েদের বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ৫, ২০২২, ১২:০৫ এএম

মেয়েদের বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গিয়েই নজর কেড়েছেন বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে এসেছে ইতিহাস তৈরি করা এক জয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা—এই দলগুলোর বিপক্ষে খারাপ করেনি দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো অল্পের জন্যই জয় পায়নি বাংলাদেশ। মেয়েদের বিশ্বকাপের সেরা একাদশেও প্রতিফলন বাংলাদেশের পারফরম্যান্সের। বিশ্বকাপ শেষে আইসিসি নির্বাচিত সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সালমা খাতুন।

আইসিসি সোমবার আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ নামের এই দলটি নির্বাচন করেছে আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয়জনের একটি প্যানেল।

বিশ্বকাপের শিরোপাজয়ী অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন এই দলে। রানার্সআপ ইংল্যান্ডের আছেন দুজন। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার আছেন তিনজন। বাকি দুটি জায়গায় ওয়েস্ট ইন্ডিজের একজন ও বাংলাদেশের সালমা।

এই দলে ভারত ও পাকিস্তানের কোনো খেলোয়াড়ই জায়গা পাননি। টুর্নামেন্টে সালমার পারফরম্যান্স ছিল দারুণ। ৭টি ম্যাচ খেলে সালমা নিয়েছেন ১০ উইকেট। ওভারপ্রতি তিনি দিয়েছেন ৩.৭৯।

আইসিসির সেরা একাদশ: লরা ভলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, উইকেটকিপার), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), র‍্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), হেইল ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি একলস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।

Link copied!