গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা ও মোদীর জনসভায় যাওয়ার জল্পনা বাতিল করে দিয়েছেন দাদাখ্যাত সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার সৌরভ গণমাধ্যমকে জানান, মোদির বিগ্রেড জনসভায় থাকছেন না তিনি। এছাড়াও রাজনীতিতে যোগ দেওয়ারও কোন ইচ্ছা তার আপাতত নেই।
এদিন দুপুর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল রবিবার মোদির বিগ্রেড জনসভায় যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সেই জল্পনা আরও বেড়ে যায়, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচাযের্র এক মন্তব্যে। শমীক বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছি বিশ্রামে। শরীর ভালো হলে এই রোদে নেট প্র্যাকটিস বা ওয়ার্ম আপে যদি আসেন। মানুষ সেটাই চাইছেন। ওনার যদি আবহাওয়া ভালো মনে হয়, তাহলে মাঠে নামবেন।’
শমীকের এই মন্তব্যেও পর একের পর পর ফোন আসতে থাকে সৌরভের পরিবারের কাছে। রীতিমতো অবাক হয়ে যান সৌরভের স্ত্রী ডোনা। সাথে সাথেই পরিবারের পক্ষ থেকে সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়।
সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে সুসম্পর্ক থাকার সুবাদে একাধিকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও সৌরভ বরাবরই জানিয়েছেন, খেলার সঙ্গেই যুক্ত থাকতে চান তিনি। রাজনীতির ‘ম্যাচ’-এ অভিষেকের কোনও ইচ্ছা তার নেই।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সৌরভের বুকে তিনটি স্টেন্ট বসানো হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিশ্রামে ছিলেন। তারপর বাড়িতে বসেই অফিসের কাজ শুরু করেছেন। সম্প্রতি কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
সূত্র: হিন্দুস্থান টাইমস।