নিউজ়িল্যান্ড ক্রিকেট তঁর হাত ধরে বিশ্বমঞ্চে নতুন ভাবে আত্মপ্রকাশ ঘটিয়েছিল। তাঁর পরিচিত আগ্রাসী ক্রিকেট সংস্কৃতি রাতারাতি পাল্টে দিয়েছিল নিউজ়িল্যান্ড ক্রিকেটের মানসিকতা। সেই দর্শনে বিশ্বাস রেখে এ বার ম্যাকালাম পরিবর্তন আনতে চান ইংল্যান্ড ক্রিকেটেও।
স্কাই স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে ম্যাকালাম বলেছেন, ‘সেই অর্থে যদি আমার কোচিং দর্শনের বিশ্লেষণ হয়ে থাকে, তা হলে হয়তো দেখা যাবে সেখানে সাবেক ক্রিকেটীয় ভাবনার ছোঁয়া কম রয়েছে। আমি মনে করে সেই বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার জন্য বিশেষ কিছু কৌশল এবং যাদের নিয়ে লড়াই করতে হবে, সেই ক্রিকেটারদের মানসিকতাকে খুব ভাল করে বোঝা। ফলে শুরুতেই ড্রেসিংরুমে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে সকলে সেই আবহে স্বস্তি অনুভব করে এবং মাঠে নেমে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়ে দলকে গর্বিত করতে পারে।’
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছেন। সামনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সিরিজ। লর্ডসে ২ জুন প্রথম টেস্ট। ম্যাককালাম নতুন স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন।