ম্যারাডোনাকে ছুঁয়ে রেকর্ড গড়লেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২২, ০৪:৩৬ পিএম

ম্যারাডোনাকে ছুঁয়ে রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে খেলতে এসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই তিনি ছুঁলেন স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।

শনিবার কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো। লুসাইল স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় রাত একটায়। বিশ্বকাপে এটি ৩৫ বছর বয়সী মেসির ২১তম ম্যাচ। ফুটবলের বিশ্ব আসরে সমান সংখ্যক ম্যাচ খেলেছিলেন প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনাও। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন যৌথভাবে দুজনের দখলে।

আগের ২০ ম্যাচে মেসি গোল করেছেন সাতটি। ম্যারাডোনা আট গোল করেছিলেন ২১ ম্যাচে।

এছাড়া বিশ্বকাপ ম্যাচে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে মেসিই এখন সবচেয়ে ‘বুড়ো’! তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ম্যাচে গোলের সঙ্গে অ্যাসিস্ট নেই আর কারো!

Link copied!