আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৩, ০২:১৯ এএম

যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে

 

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হয়েছে। আইসিসির এই মেগা ইভেন্টের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আইসিসি ভেন্যুসমূহ পরিদর্শন করেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ডালাস এবং আরও একটি ভেন্যুকে আইসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজনের জন্য বিবেচনা করা হচ্ছে। আইসিসির মুখপাত্র ও যুক্তরাষ্ট্রের ভেন্যুসমূহ দেখে সন্তুষ্ট। ক্রিকবাজকে বলেছেন-‘উভয় স্বাগতিক অঞ্চলে সম্প্রতি ভেন্যু পরিদর্শন শেষ হয়েছে এবং ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা বাস্তবায়নের কাজ পুরোদমে চলছে।’

তবে যুক্তরাষ্ট ক্রিকেট এসোসিয়েশনের প্রশাসনিক সমস্যা বিদ্যমান থাকায় ২০২৪ সালে আইসিসির পূর্ব নির্ধারিত যৌথ স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের পরিবর্তে  ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে এই ইভেন্টটি আয়োজনের দাবি উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে পিছিয়ে দেয়ার সম্ভাবনার কথা জানিয়ে রিপোর্ট হয়েছে।

তবে এই রিপোর্ট কিংবা এ ধরণের কোনো সম্ভাবনা দেখছেন না -‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরানো হবে, এমন খবরের একেবারেই কোন সত্যতা নেই।’ 

Link copied!