যেখানে রোনালদো ও কোহলি প্রথম

ক্রীড়া ডেস্ক

মার্চ ২, ২০২১, ১১:৪৬ এএম

যেখানে রোনালদো ও কোহলি প্রথম

ক্রীড়া জগতের সবাই জানেন, বিরাট কোহলি জুভেন্টাসের পর্তুগীজ কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত। জীবনে একবার দেখা করার ইচ্ছাও অনেকবার জানিয়েছেন। দুজনের দুটি জগত। ক্রিকেট ও ফুটবলের দুনিয়া তো আলাদাই। কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতের অধিনায়ক। অন্যদিকে রোনালদো ৩৬ বছর বয়সেও অন্যতম সেরা ফুটবলার। আবার তিনিও পর্তুগালের অধিনায়ক। রোনালদোর প্রতি প্রেম কোহলির অন্য কারণে। রোনালদোর ফিটনেস লেভেল ও চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখে বারবার মুগ্ধতা প্রকাশ করেছেন কোহলি। দুজনের অনেক মিল আরো একবার এক সুতোয় মিলে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশ্বে তিনি প্রথম ক্রীড়াবিদ ও মানুষ যার ফলোয়ার ৫০০ মিলিয়নের ওপরে। বিরাট কোহলি শুধু ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার পেয়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে এই অর্জন নামের পাশে বসেছে (ইনস্টাগ্রাম)। এখানেই রোনালদো ও কোহলি প্রথম। 

রোনালদোর আবার ইনস্টাগ্রামে ২৬৩ মিলিয়ন ফলোয়ার। এখানেও শীর্ষে সর্বকালের অন্যতম সেরা ও রেকর্ড সর্বোচ্চ গোলস্কোরার (৭৬৬ গোল)  ৫ বারের ব্যালন ডি‘অর জয়ী ক্রিস্টিয়ানো।  

চীনের জনসংখ্যা ১.৪ বিলিয়ন। এরপর জনসংখ্যার বিচারে দ্বিতীয় ভারত (১.৩ বিলিয়ন)। সেখানে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রোনালদোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার ৫০০ মিলিয়ন! ভাবা যায়! বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মানুষের দেশ যুক্তরাষ্ট্রের জনসংখ্যাও ৩৩১ মিলিয়ন!

ইনস্টাগ্রামে বিশ্বের সব ক্রীড়াবিদদের মধ্যে কোহলির অবস্থান এখন চতুর্থ। লিওনেল মেসি (১৮৫ মিলিয়ন) ও নেইমারের (১৪৬ মিলিয়ন) পরেই কোহলির অবস্থান।  

ইনস্টাগ্রামে সেরা ১০ ক্রীড়াবিদের ফলোয়ার (মিলিয়ন)

১. ক্রিস্টিয়ানো রোনালদো : ২৬৩  

২. লিওনেল মেসি : ১৮৫

৩. নেইমার : ১৪৬

৪. বিরাট কোহলি : ১০০

৫. লেবরন জেমস : ৭৯.৬

৬. ডেভিড বেকহ্যাম : ৬৫.৪

৭. রোনালদিনহো : ৫৩.৭

৮. কিলিয়ান এমবাপ্পে : ৪৭.৩

৯. ইব্রাহিমোভিচ : ৪৬.৬

১০. হামেস রদ্রিগেজ : ৪৬.৫। 

Link copied!