ইউরোপে দলবদল

রিয়াল মাদ্রিদে আসলেন বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৩, ১২:০৪ এএম

রিয়াল মাদ্রিদে আসলেন বেলিংহ্যাম

গত মাসের শেষ দিকেই জানা গিয়েছিল যে, রিয়াল মাদ্রিদ তাদের কাজ প্রায় অর্ধেকটাই সেরে ফেলেছে। জুড ভিক্টর উইলিয়াম বেলিংহ্যামের স্যান্টিয়াগো বার্নাব্যুতে আসা ছিল শুধু সময়ের অপেক্ষা। ১৪ জুন রিয়াল আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল যে, বেলিংহ্যাম আর বরুসিয়া ডর্টমুন্ডের নয়, এখন থেকে তিনি রিয়ালের ফুটবলার। 

কাতার বিশ্বকাপের আগেই থেকেই রিয়ালের টার্গেট ছিল এই বছর উনিশের ব্রিটিশ মিডফিল্ডারের উপর। চোখ রেখেছিল লিভারপুল  ও ম্যানচেস্টার সিটিও। 

অবশেষে বেলিংহ্যাম নাকি জার্মানি থেকে স্পেনের বিমান ধরছেন। রিয়ালের আকর্ষণীয় চুক্তি দেখে বেলিংহ্যাম প্রথমেই রাজি হয়ে গিয়েছিলেন। তবে বরুসিয়া ও রিয়ালের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বলেই বিষয়টি আটকে ছিল। তবে সব জট কেটে গেল। জানা যাচ্ছে বেলিংহ্য়াম রেকর্ড ১০৩ মিলিয়ন ইউরোতে গায়ে চাপাচ্ছেন সাদা জার্সি।

Link copied!