রোনালদোর বন্ধু হতে প্রয়োজনে নাস্তাও পরিবেশন করবেন কোচ গার্সিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৩, ১২:৪৮ এএম

রোনালদোর বন্ধু হতে প্রয়োজনে নাস্তাও পরিবেশন করবেন কোচ গার্সিয়া

ফরাসি কোচ রুডি গার্সিয়া সৌদি ক্লাব আল নাসরের দায়িত্বে আছেন। কয়েক দিন আগে এই ক্লাবে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডি'অরজয়ী পর্তুগিজ তারকাকে পেয়ে দারুণ খুশি এই কোচ। তিনি বলেছেন, রোনালদোর বন্ধু হতে প্রয়োজনে তাঁকে নাস্তাও পরিবেশন করবেন গার্সিয়া।

রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল নাসর। এরপরই সংবাদ সম্মেলনে রোনালদো ঘোষণা করেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’

সৌদি প্রো লিগের ক্লাবটিতে আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত থাকতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রতি বছর ২০ কোটি ইউরো ঢুকতে চলেছে রোনালদোর পকেটে।

অবশ্য গত মাসে আর্জেন্টিনাকে বিশ্বকাপে জেতানো লিওনেল মেসিকে নাকি দলে টানতে চেয়েছিলেন গার্সিয়া। প্রথমে তাঁকে কেনার ইচ্ছা ছিল আল নাসরের এই কোচের। পিএসজি তারকাকে যেহেতু পাওয়া যায়নি, তাই রোনালদোকে কেনা হয়েছে—মজা করে বললেও গার্সিয়ার কথায় এমন সুর শুনে পর্তুগিজ ফরোয়ার্ডের মেজাজ ঠান্ডা থাকাটাই বরং অস্বাভাবিক হবে।

গত শুক্রবার রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় আল নাসর। ২৭টি শিরোপাজয়ী সৌদি আরবের ঘরোয়া টুর্নামেন্টে অন্যতম সফল এই ক্লাবের হলুদ-নীল রঙের জার্সি হাতে ক্যামেরার সামনে দাঁড়ান রোনালদো। বিশ্বকাপ চলাকালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিন্ন করেন তিনি।

Link copied!