ইতালির লিগ সিরিএ তে চলতি মৌসুমের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। উদিনেসের বিপক্ষে খেলা এই ম্যাচটির শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬০ মিনিটে আলভারো মোরাতার বদলি হিসেবে তিনি নামেন। অতিরিক্ত সময়ে গোলও পেয়ে গিয়েছিলেন হেডে। আর সেটা জয়সূচক গোল হতে পারতো। কিন্তু অফসাইডে সেটা বাতিল হয়ে যায়।
হোসে মরিনহো রোমার কোচ হয়েছেন। রোমা প্রথম ম্যাচে ২-১ গোলে ফিওরেন্টিনাকে হারিয়েছে। শুভ সূচনা হয়েছে স্পেশাল ওয়ানের।
১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। শুরুটা ভাল হলো না তুরিনের ক্লাবটির। ম্যাচের ৩ মিনিটে জুভেন্টাসকে লিড এনে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে কুয়াদ্রাদো ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে উদিনেসের পেরেরা পেনাল্টি থেকে গোল পান। আর সমতা আনেন ডেলেফেউ। ২-২ হয়ে যায় স্কোর। অতিরিক্ত সময়ে ফেডরিকো কিয়েজার ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন। ফলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। আর হলুদ কার্ডও দেখেছেন তিনি।
এদিকে রোনালদো প্রথম একাদশে না থাকায় আবারো গুঞ্জন শুরু হয়। আর সেটা অন্য ক্লাবে চলে যাচ্ছেন এমন কিছু। জুভেন্টাস থেকে জানানো হয়েছে, কোনো ক্লাবের সাথে তাদের আলোচনা হয়নি। রোনালদো জুভেন্টাসেই থাকছে।