অ্যাশেজ সিরিজ

রোমাঞ্চকর জয় তুলে নিল কামিন্সের অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

জুন ২১, ২০২৩, ০৬:৪৮ এএম

রোমাঞ্চকর জয় তুলে নিল কামিন্সের অস্ট্রেলিয়া

বার্মিংহ্যামের এজবাস্টনে রোমাঞ্চকর জয় তুলে নিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটি তারা অবিশ^াস্যভাবে ২ উইকেটে জিতে নিল। ৫ টেস্টের সিরিজে সফরকারীরা ১-০ তে লিড নিল। ইংল্যান্ড আক্রমণ ও স্বাধীন নীতির (বাজবল থিওরি) যে ক্রিকেট খেলেছে সেটাও প্রশংসা কুড়িয়েছে। 
সকালে প্রবল বৃষ্টি। তারপরেও অস্ট্রেলিয়া চাপে পড়ে। ২৮১ রান টার্গেট ছিল। উসমান খাজা ৬৫ রানে আউট হলে ইংল্যান্ড জয় আশা করছিল। কিন্তু অধিনায়ক প্যাট কামিন্স ৭৩ বলে ৪৪ রান করে অস্ট্রেলিয়াকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। নাথান লায়ন ২৮ বলে ১৬ রান করেন। লায়নের ক্যাচ ফেলে দিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ককে পোড়াবে এটা।  
অস্ট্রেলিয়া ২২৭ রানে অষ্টম উইকেট হারিয়েছিল। সেখান থেকে লায়ন ও কামিন্স ৫৫ রানের জুটি উপহার দেন। আর এই জুটি অস্ট্রেলিয়াকে অ্যাশেজ সিরিজে লিড এনে দিল (২৮২/৮)।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৯৩ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়ার স্কোর ৩৮৬ রান। এরপর ইংল্যান্ড ২৭৩ রান করে সবকটি উইকেট হারায়।
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি লর্ডসে শুরু হবে ২৮ জুন। 
 

Link copied!