লর্ডসে আজ পঞ্চম দিনে রোমাঞ্চ

ক্রীড়া ডেস্ক

জুন ৬, ২০২১, ০৮:২৪ এএম

লর্ডসে আজ পঞ্চম দিনে রোমাঞ্চ

টেস্ট ক্রিকেটের মজাটা এখানেই। লর্ডসে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের প্রথম টেস্ট চলছে। তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে গেছে। একটি বলও মাটিতে গড়ায়নি। অথচ শনিবার টেস্টের চতুর্থ দিনে লন্ডনের আকাশ পরিস্কার। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হয়েছে। টিম সাউদি ৪৩ রানে ৬ উইকেট নিয়েছেন। 

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৬২ রান তুলেছে। টম লাথাম ৩০ ও ওয়াগনার ২ রানে খেলছিলেন। প্রথম ইনিংসে সফরকারীরা ৩৭৮ রান করেছিল। ফলে কিউইরা এখন ১৬৫ রানের লিড নিয়েছে। আজ পঞ্চম দিন। ইংল্যান্ড কতটা তারাতারি তাদের গুটিয়ে দিতে পারে সেটাই দেখার বিষয়। আর এখানেই নির্ভর করছে ম্যাচের ফল। যেকোনো কিছু হতে পারে। সব নির্ভর করছে সকাল বেলা পিচ কেমন সেটার ওপর। দেখা গেল ইংল্যান্ড অল্প রানে গুটিয়ে গেল বটে। কিন্তু রান তাড়া করতে নেমে ইংল্যান্ড আবার সুবিধা করতে পারলো না। আজ রবিবার টেস্টের পঞ্চম দিনটি তাই রোমাঞ্চকর হতে যাচ্ছে। 

২ টেস্টের সিরিজ। লর্ডসে নিউজিল্যান্ড বা ইংল্যান্ড জিতে গেলে সিরিজ হারের শঙ্কা চলে যাবে। ১০ জুন বার্মিংহ্যামে রয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। 

Link copied!