লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড-ভারত

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ১১:৩৩ এএম

লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড-ভারত

নটিংহ্যাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের বৃষ্টির কারনে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়। তবে আজ থেকে লর্ডসে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ফলাফল দেখতে চায় ভারত-ইংল্যান্ড। দু’দলেরই চোখ জয়ের দিকে। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যেতে চায় ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্টটি।  

লর্ডসের ভেন্যু ভারতের জন্য পয়মন্ত নয়। ১৯৩২ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই মাঠে ১৮টি টেস্ট খেলছে ভারত। এর মধ্যে জয় মাত্র দুইটি। ১৯৮৬ সালে কপিল দেবের অধিনায়কত্বে ৫ উইকেটে জিতেছিল ভারত। এরপর মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১৪ সালে ৯৫ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এই ভেন্যুতে চারটি টেস্ট ড্র করেছে দু’দল।

তবে ভারতের বড় চিন্তা কোহলির ফর্ম। ২০১৯ সালের পর থেকে টেস্টে শত রান নেই কোহলির। নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের দুই ইনিংসে ব্যর্থ হওয়ার পর গত টেস্টে ‘গোল্ডেন ডাক’ ছিলো কোহলির। লর্ডসের ময়দানে রানের খরা দূর করতে চাইবেন কোহলি। কোহলির মত রানের খোঁজে রয়েছেন দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে।

এখন পর্যন্ত  ভারত-ইংল্যান্ড ১২৭টি টেস্ট খেলেছে। ইংল্যান্ডের জয় ৪৮টি, ভারতের জয় ২৯টিতে। ৫০টি টেস্ট ড্র হয়েছে। 

Link copied!