মুশফিক চোটের জন্য খেলতে পারলেন না দ্বিতীয় টেস্ট। গ্রোয়েন ইনজুরি ছিল। তার বদলে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সুযোগ পেলেন নুরুল হাসান সোহান। আর মাহমুদুল হাসান জয়ের পজিশনে প্রত্যাশিতভাবে আসেন নাইম শেখ। প্রথম টেস্টের মত আজ দ্বিতীয়টিতেও টসে জেতে বাংলাদেশ।
সবুজ পিচ ও আবহাওয়া মেঘাছন্ন দেখে ফিল্ডিং নেন মুমিনুল। আজ ভোল পাল্টে যায় অবশ্য। লাথাম ও ইয়ং লাঞ্চের আগে বিনা উইকেটে ৯২ রান তোলে। এই রিপোর্ট লেখার সময় ইয়ংয়ের ক্যাচ ফেলেছেন লিটন দাস। ইয়ং ফিফটি পেরিয়ে গেছে।
ইয়ং শরিফুলের বলে আউট হন ৫৪ রানে। লাথাম খেলছিলেন ৯৩ রানে। আর নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৪৮ রান।
নিউজিল্যান্ড এই কন্ডিশন ভাল করেই চেনে। আর তারা এই কন্ডিশনের সঠিক ব্যবহার করছে। বাংলাদেশের তিন পেসার তাসকিন, শরিফুল ও এবাদত যথেষ্ট চেষ্টা করেছেন।