লিটন দাসের দুর্দান্ত শতকের পর সাকিবের ঘুর্ণিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ আগে ব্যাটিং করে লিটনের ১০২ রানে ভর করে ২৭৬ রান করে। টার্গেটে খেলতে নেমে ১২১ রানে ঘুটিয়ে যায় জিম্বাবুয়ে।
সাকিব একাই ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। এর মধ্যে দিয়ে সাকিব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক হয়ে গেলেন। তিনি ২১৩ ম্যাচে নিয়েছেন ২৭৩ উইকেট। তার পরে থাকা মাশরাফি ২১৮ ম্যাচে নিয়েছেন ২৬৯ উইকেট।
বিপদের মুহুর্তে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১০ বলে লিটন তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তবে সেঞ্চুরির পর আর বেশিদূর এগোতে পারেননি। ১১৪ বলে ১০২ রানে থামতে হয়। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চারের মারে।
লিটন সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৫০২ দিন আগে ১ মার্চ ২০২০ সালে। সেবার তিনি ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন। এরপর মাঝে দেড়বছর কেটে গেলেও দেখা পাননি শতকের। বাজে ফর্মের কারণে বাদ পড়তে হয়েছে শ্রীলঙ্কা সিরিজ থেকেও।
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হয়।
বাংলাদেশ একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি । আর মুশফিকুর রহিম পারিবারিক কারণে দেশে ফেরেন।