চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩০৬ রান করেছে বাংলাদেশ। সিরিজ জেতার সুবাস পাচ্ছে টাইগাররা। প্রথম ওয়ানডেতেও তারা জিতেছিল। আর এতো রান হয়েছে লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে কখনো ২৮০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ মুছে গেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩০৬ রান করে থেমেছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ২৭৯।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩০৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। সর্বোচ্চ ১২৬ বলে ১৩৬ রান করেন লিটন দাস। অল্পের জন্য সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিম। তিনি থামেন ৮৬ রানে। তৃতীয় উইকেটে মুশফিক ও লিটন ১৮৬ বলে ২০২ রানের জুটি উপহার দেন।
এ ছাড়া সাকিব আল হাসান করেন ২০ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ১টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।