লিভারপুলের শিরোপা স্বপ্নে টটেনহ্যামের ধাক্কা

ক্রীড়া ডেস্ক

মে ৯, ২০২২, ১২:২৮ এএম

লিভারপুলের শিরোপা স্বপ্নে টটেনহ্যামের ধাক্কা

টটেনহ্যাম হটস্পারের সাথে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা পেয়েছে লিভারপুল। যদিও লিভারপুল বস জার্গেন ক্লপ জানিয়েছেন তিনি এখনো আশা ছাড়েননি। এই ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে সমান ৮৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ফেব্রুয়ারির পর টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। আজ ম্যানসিটির বিপক্ষে নিউক্যাসলের খেলা। সিটি জিতলে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে। 

কিন্তু ম্যানচেস্টার সিটি এখন তাদের বাকি থাকা চারটি ম্যাচের যেকোন একটি ড্র করলেও শিরোপা নিশ্চিত করবে। ক্লপ বলেছেন, ‘এই একটি পয়েন্টও গুরুত্বপূর্ণ। কারন আমরা নিজেদের পরিস্থিতি বুঝতে পারছি। এখন আমরা টেবিলের শীর্ষে রয়েছি। সিটি যদি তাদের বাকি থাকা ম্যাচগুলোতে পয়েন্ট হারায় তবে আমাদের দরজা খুলে যাবে। এই পর্যায়ে আমি এটাই চাই। কিন্তু সমস্যা হচ্ছে তার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

লিভারপুলের সাথে পয়েন্ট ভাগ করে টটেনহ্যাম এখন চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। তাদের শীর্ষ চারে থাকা এখন নির্ভর করছে গানার্সদের বাকি চার ম্যাচের ফলাফলের ওপর। কাল এ্যানফিল্ডে সন হেয়াং-মিনের দুর্দান্ত গোলে ৫৬ মিনিটে এগিয়ে যায় সফরকারী টটেনহ্যাম। ম্যাচ শেষের ১৬ মিনিট আগে লুইস দিয়াজের ডিফ্লেকটেড শটে সমতায় ফিরে লিভারপুল। টটেনহ্যাম বস এন্টোনিও কন্টে বলেছেন, ‘দুর্দান্ত একটি দলের বিপক্ষে দুর্দান্ত পরিবেশে এই মুহূর্তে খেলাটা মোটেই সহজ নয়। প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেলেও তাদের মধ্যে কোন পরিশ্রান্ত ভাব লক্ষ্য করা যায়নি। এটা সত্যিই অসাধারন। এবারের মৌসুমে লিভারপুল যে পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটা তাদের প্রাপ্য। আমাদের জন্য যদিও ম্যাচটি হতাশার ছিল। কারন আমরা জয়ের বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি।’

Link copied!