শুভ জন্মদিন লিওনেল মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২২, ০১:৩৪ পিএম

শুভ জন্মদিন লিওনেল মেসি

 

শুভ জন্মদিন লিওনেল মেসি। আজকের এই দিনে আর্জেন্টিনার জাদুকর ফুটবলারের এই ধরণীতে আসা। আর দীর্ঘ ১৭ বছর ধরে তিনি মোহগ্রস্ত করে রেখেছেন ফুটবল বিশ্বকে। শৈশবের শুরুটা মোটেও সুখকর ছিল না তার। 

মেসি ২৪ জুন ১৯৮৭ আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম গ্রহন করেন। তার বাবা হোর্হে হোরাসিও মেসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। মেসির দুই বড় ভাই মাতিয়াস মেসি ও রদ্রিগেস মেসি এবং এক বোন মারিয়া সোল্। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি ১৮৮৩ খ্রিষ্টাব্দে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। ১৯৯৫ খ্রিষ্টাব্দে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজে যোগ দেন।

এগার বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা হয়। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও তারা মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল। এ চিকিৎসার জন্যে প্রতিমাসে দরকার  ছিল নয়শত ডলার। বার্সেলোনার ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির খেলা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। তিনি মেসির বাবার সাথে চুক্তি সাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিত্‍সার খরচ বহন করতে রাজি হয়। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় যান। মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া'র নেয়া হয়।

মেসি ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সেলোনার যুব একাডেমির ইনফান্তিল বি, কাদেতে বি এবং কাদেতে এ দলের হয়ে খেলেছেন। কাদেতে এ দলে খেলার সময় তিনি ত্রিশ খেলায় সাঁইত্রিশ গোল করেন। ২০০৩ সালে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু দলের প্রশিক্ষণকর্মীদের জোরাজুরিতে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয়।

আর্জেন্টাইন নাগরিক হিসেবে ২০০৪ সালে মেসিকে স্পেনের জাতীয় অনূর্ধ্ব বিশ ফুটবল দলে খেলার জন্য বলা হয়। কিন্তু মেসি তা প্রত্যাখ্যান করেন। তিনি ২০০৪ সালের জুনে, আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি খেলায় মাঠে নামেন।  তিনি ২০০৫ দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা দলের হয়ে খেলেন, যেখানে আর্জেন্টিনা তৃতীয় হয়। ২০০৫ ফিফা যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং তিনি ৬টি গোল করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার জিতেন। ২০০৫ সালের ১৭ আগস্ট, ১৮ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে সিনিয়র দলে মেসির অভিষেক হয়।

৩০ শে জুন, ২০১৭, মেসি তার দীর্ঘকালীন বান্ধবী এবং তার সেরা বন্ধু এবং সহকর্মী ফুটবল খেলোয়াড় লুকাস স্কাগলিয়া এর চাচাতো বোন আন্তোনেলা রোকুজ্জোকে বিয়ে করেছিলেন। মেসি এবং রোকুজ্জোর  তিনটি সন্তান রয়েছে: থিয়াগো, নভেম্বর ২০১২ সালে জন্মগ্রহণ করেছিলেন, মাতেও, সেপ্টেম্বরে ২০১৫ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং সিওরো, মার্চ ২০১৮ তে জন্মগ্রহণ করেছেন।

২০০৭ সালে, তিনি সুবিধাবঞ্চিত যুবকদের সুযোগ প্রদানের জন্য লিও মেসি ফাউন্ডেশন গঠন করেছিলেন। ২০১০ এর গোড়ার দিকে, বিশ্বজুড়ে শিশুদের অধিকারের জন্য লড়াইয়ে মনোনিবেশ করে ইউনিসেফ তাকে শুভেচ্ছার রাষ্ট্রদূত হিসাবে নাম দিয়েছিল।

 

Link copied!