শুভেচ্ছার জবাবে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২২, ০৫:৩১ এএম

শুভেচ্ছার জবাবে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

দীর্ঘ তিন যুগ পর আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে ওই দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেজকে গত সোমবার (১৯ ডিসেম্বর) শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ওই চিঠির জবাবে এক টুইটবার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

টু্ইটবার্তায় প্রেসিডেন্ট বলেন, শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ।

Argentina-6

গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে যে সৌহার্দ্য দেখা গেছে সেটি ব্যাখ্যাতীত এবং আজকে এখানে দুইদেশের পতাকা উড়ছে। আসুন এ সম্পর্ককে আরও গভীর করি।

এর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে তাঁর দেশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় তিনি আর্জেন্টিনার জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, 'আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।' সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পাঠানো ওই অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আরও লিখেছেন, 'বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন।'

 

Link copied!