অস্ট্রেলিয়ার কিংবদন্তী শেন ওয়ার্ন আর নেই

ক্রীড়া ডেস্ক

মার্চ ৫, ২০২২, ০২:১৬ এএম

অস্ট্রেলিয়ার কিংবদন্তী শেন ওয়ার্ন আর নেই

মাত্র ৫২ বছর বয়সে না ফেরাদের দলে চলে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের বরপুত্র শেন ওয়ার্ন। দশকের পর দশক কাঠের বলকে ঘুরিয়েছেন নিজের আপন ভঙ্গিতে। এ লেগস্পিনারের বলকে একটু সমীহো করেই  খেলতে দেখা গেছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সব বড় খেলোয়াড়দের। অস্ট্রেলিয়ার ক্রিকেট  ইতিহাসে সবচেয়ে সফল বোলার বলা হয় তাকে।

ফক্স স্পোর্টস ওয়ার্নের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, হার্ট অ্যাটাক এ এই কিংবদন্তির মৃত্যু হয়। 

শেন কেইথ ওয়ার্ন ১৩ সেপ্টেম্বর ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। নব্বইয়ের দশকে মার্ক ওয়া, স্টিভ উয়ার সময়ে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার অনেকটা একক আধিপত্য ছিলো। সেই সময়টিতে    ওয়ার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্বও দেন কিছু সময়। ১৯৯৪ সালে ওয়ার্নকে উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। ২০০০ সালে তাকে শত বছরের সেরা ক্রিকেটারদের একজন ঘোষণা করা হয়। ২ জানুয়ারি ১৯৯২ টেস্টে অভিষেক হওয়া ওয়ার্ন ২০১৩ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন ৯২ থেকে ২০০৭ পর্যন্ত। ১৪৫ টেস্টে ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮ আর ১৯৪ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ২৫৩ উইকেট। টেস্টে ৩৭ বার নিয়েছেন ৫ উইকেট বা তার বেশি। এক ইনিংসে ৭১ রানে ৮ উইকেট ছিলো ওয়ার্নের সর্বোচ্চ বোলিং ফিগার।

কোন সেঞ্চুরি ছাড়া টেস্টে ৩ হাজার রান করা অলরাউন্ডারও তিনি। অজি ন্যাশনাল টিমের পাশাপাশি ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়াতে খেলতেন তিনি। টেস্ট ও ওয়ান্ডে মিলিয়ে ১ হাজারের বেশি উইকেট নেয়া দ্বিতীয় বোলার তিনি। ২০০৭ সালে শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন ওয়ার্নের রেকর্ড ভেঙে দেন। ২০০৭ সালে ওয়ার্ন যে অ্যাশেজ সিরিজ খেলে অবসর নেন সেই সিরিজে ইংল্যান্ড ৫-০ তে হারে অস্ট্রেলিয়ার কাছে। ওয়ার্ন অবসরের পর একে একে অবসর নিতে দেখা যায় রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রাথ, ব্রেট লি ও গিল ক্রিস্টদের। অস্ট্রেলিয়ার ওই টিমটাকেই বলা হত দেশটির তথা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একাদশ।

ফক্স নিউজ জানাচ্ছে, মারা যাওয়ার আগে থাইল্যান্ডে অবস্থান করছিলেন ওশার্ন। ১ থেকে ২ ঘন্টা আগে শেন ওয়ার্নের ম্যানেজম্যান্ট একটি বিবৃতি দেয়। সেখানে লেখা ছিল, ডাক্তার যথাসাধ্য চেষ্টা করেও পারেননি বাঁচাতে। যেখানে তিনি অবস্থান করছিলেন সেখানে তিনি নিথর পড়ে ছিলেন। শ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করে ডাক্তার ব্যর্থ হন।

শেন ওয়ার্নের পরিবার আপাতত কোনো বক্তব্য দেননি। 

Link copied!