এই ম্যাচের নায়ক চেলসির গোলরক্ষক কেপা। কিন্তু মূল গোলরক্ষক ছিলেন না। চেলসির মূল গোলরক্ষক মেন্ডি বদলি হন। কেপা টাইব্রেকে ভিয়ারিয়ালকে রুখে দিলেন। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে পরিবর্তন হয়নি স্কোর। ফলে উয়েফার সুপার কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে টাইব্রেকে যায়। এখানে স্পেনের ইউরোপা লিগ জেতা ভিয়ারিয়ালকে লন্ডনের চেলসি হারিয়েছে ৬-৫ ব্যবধানে।
বেলফাস্টের উইন্ডসর পার্কে খেলা। ম্যাচের ২৭ মিনিটে হাকিম জিয়াচ চেলসিকে গোল এনে দিয়েছিলেন। ৭৩ মিনিটে ভিয়ারিয়ালের মোরেনো সে গোল শোধ করে দেন। এরপর আর গোল হয়নি।
উয়েফার চ্যাম্পিয়নস লিগ জয়ী দল ও ইউরোপা লিগের শিরোপা জেতা ২টি ক্লাবের মধ্যে এই সুপার কাপের লড়াই হয়। গত মৌসুমের শিরোপাধারী তারা। মৌসুম শুরুর আগে এই লড়াইটি হয়ে থাকে।