বাংলাদেশের ৪ উইকেটে হার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৬:১৪ এএম

বাংলাদেশের ৪ উইকেটে হার

 

 

আবুধাবিতে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে টাইগারদের। এ ম্যাচে টসে জিতে ব্যাট নিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে তারা। জবাবে ১৯ ওভারে জয় তুলে নেয় শ্রীলংকা (১৪৮/৬)। ৭৯ রানে ৬ উইকেট হারানো শ্রীলংকা ভাল লড়াই করেছে। আভিস্কা ৪০ বলে হার না মানা ৫৮ রানের ইনিংস খেলে দলকে জেতান। ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। 

ওমানে থাকতে একটি প্রস্তুুতিমূলক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো ওমান ‘এ’ দল। দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির সাথে উইকেটরক্ষক নুরুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ৬০ রানে হারিয়েছিলো বাংলাদেশ।

দু’টি প্রস্তুুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর ওমানে যাবে  মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা। 

বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকেও। গ্রুপ ‘এ’তে আছে শ্রীলংকা। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ১৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।  

 

Link copied!