ল্যাঙ্গারের সাথে আগামী জুন পর্যন্ত চুক্তি ছিলো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ল্যাঙ্গারের সাথে আলোচনা চলছিলো সিএ’র। ল্যাঙ্গারের ইচ্ছা ছিলো দীর্ঘমেয়াদে চুক্তি নবায়ন করা। কিন্তু সিএ চেয়েছে স্বল্প মেয়াদের। ল্যাঙ্গারের কাছে অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ নবায়নের প্রস্তাব দিয়েছিলো সিএ। কিন্তু স্বল্প মেয়াদের প্রস্তাবে রাজি না হওয়াতে এখনই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ল্যাঙ্গার।
এখন নতুন কোচ কে হচ্ছে সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। রিকি পন্টিংকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে তিনি দায়িত্ব নেবেন কিনা সেটাই দেখার বিষয়। শনিবার ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট কোম্পানি ‘ডিএসইজি’ এক বিবৃতিতে জানায়- সিএর সাথে ম্যারাথন আট ঘন্টার দীর্ঘ আলোচনার পর কোন সমাধান ছাড়াই সভা শেষ হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ডিএসইজি নিশ্চিত করছে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে আজ সকালে পদত্যাগ করেছেন। গত রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে এক সভার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই মুহূর্ত থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে।’