আগের দিন কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গোলাম রব্বানী। নিজের অবস্থানে অনড় জাতীয় মহিলা ফুটবল দলের এই কোচ। ফলে শনিবার সাবিনা খাতুনদের অনুশীলনে দেখা যায়নি তাকে। এমনকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের ডাকেও সাড়া দিচ্ছেন না গোলাম রব্বানী।
গত এক যুগ ধরেই সিনিয়র ও জুনিয়র নারী দলের অনুশীলনে সব সময় উপস্থিত ছিলেন তিনি। তার হাত ধরেই বদলে গেছে দেশের নারী ফুটবলের চিত্র। তাই মেয়েদের অনুশীলনে সেই কোচ না থাকায় তার অভাব সবাই অনুভব করেছেন প্রকটভাবে।
গোলাম রব্বানীর অনুপস্থিতিতে সাবিনাদের কোচিং করান মাহবুবুর রহমান লিটু ও তার স্ত্রী অনন্যা। অনুশীলনের ফাঁকে লিটু বলেন, ‘খেলোয়াড়ী জীবনে সবার আগে ছোটন স্যারকে আগে পেয়েছি। কোচিং স্টাফে আসার পরও উনাকে সবার আগে মাঠে দেখেছি। এমনো দিন গেছে যে, শারীরিক অসুস্থতা নিয়েও মাঠে এসেছিলেন তিনি।থচ আজ তিনি মাঠে নেই। এই প্রথম উনার অভাব প্রকটভাবে সবাই অনুভব করছি।’ জানা গেছে, ৩১ মে পর্যন্ত বাফুফের সঙ্গে থাকলেও অনুশীলনে যাবেন না গোলাম রব্বানী। দুয়েকদিনের মধ্যেই কোচের পদ থেকে নিজের পদত্যাগের চিঠি বাফুফেতে দেবেন তিনি। সূত্র আরও জানায়, বাফুফের ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি কয়েক দফা বিদায়ের কথা বলেছেন নিজের মুখেই। অথচ খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকে বিদায় নিয়েও, বেতন নিয়ে দর-কষাকষি করে আবার থেকে যাচ্ছেন।