বাংলাদেশ ও মালয়েশিয়ার মেয়েদের ফিফা প্রীতি ম্যাচের ময়দানী লড়াই। উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লড়াইয়ের চেয়ে সহযোগিতার মনোভাবই ফুটে উঠল সবার মধ্যে। দেশের বিভিন্ন অঞ্চলজুড়ে বইছে বন্যার পানি। বানভাসি মানুষের সহায়তার জন্যই যেন সবাই আকুল। তাইতো ফিফা প্রীতি ম্যাচ দুটির বিক্রিত টিকিটের সব অর্থই বানভাসি মানুষের জন্য খরচা করার প্রত্যয় বাফুফের কর্মকর্তাদের।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। ম্যাচ দুটিতে বিক্রিত টিকিটের অর্থ সিলেটে বন্যার্তদের দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভিআইপি গ্যালারির টিকিট বিক্রি হবে না। সাধারণ গ্যালারির টিকিট মুল্য ৫০ টাকা। বাফুফে দশ হাজার টিকিট ছাড়বে প্রতি ম্যাচের জন্য। নারী ফুটবল দলের দলনেতা জাকির হোসেন চৌধুরী বলেন, ‘টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের পাশাপাশি ফেডারেশনের কর্মকর্তারাও বন্যার্তদের সাহায্য করবেন।’
২০১৭ সালে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে একবারই মুখোমুখি হয়েছিল এই দল। সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মালয়েশিয়া ২-১ গোলে হারিয়ে দিয়েছিল লাল সবুজদের। তবে এবারও সহজে ছাড় দেবে না বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটনের কথায়, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করেছি। অ্যাডুকেশনাল ক্লাস হয়েছে মেয়েদের। আমরা পুরোপুরি প্রস্তুত এই দুই ম্যাচের জন্য। ধন্যবাদ বাফুফেকে এই ম্যাচের জন্য। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’ তিনি যোগ করেন, ‘এই ম্যাচে মালয়েশিয়া ফিজিক্যাল ফিট। অভিজ্ঞতায়ও এগিয়ে। তাই ম্যাচেও এগিয়ে থাকবে তারা।’ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘দীর্ঘ ৮-৯ মাস পর ফিরছি। র্যাংকিংয়ে কিছু সময় মেটার করে। কিছু সময় ভাল কেটেছে। মূল ফোকাস থাকবে এই ম্যাচে। র্যাংকিংয়ে ফেরার সুযোগ এটি আমাদের জন্য। এটা গুরুত্বপূর্ণ। ফোকাস থাকবে দেশের মানুষকে ভালো খেলা উপহার দেওয়া। আশাকরি হতাশ করব না।’