ছন্দে ফিরল যুব হকি দল

সেমিফাইনালের স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

মে ২৭, ২০২৩, ০৬:১৩ এএম

সেমিফাইনালের স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের

যুব হকি এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ।  মালয়েশিয়ার কাছে ৫-১ গোলের ব্যবধানে হারা দলটি; আজ শুক্রবার উজবেকিস্তানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ২৮ মে; প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচ জিতলেই সেমিতে ওঠা নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের। আজ উজবেকদের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন আবেদ উদ্দিন। ম্যাচে উজবেকিস্তানের হয়ে এক গোল শোধ দেন ফুজিবেক হুসানভ।

খেলার প্রথম তিন কোয়ার্টারে তিন গোল পায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ১৫তম মিনিটে গিয়ে প্রথম গোলের মুখ দেখে বাংলাদেশ। দারুণ গোলে দলকে শুরুর অগ্রগামিতা এনে দেন আমিরুল (১-০)। দ্বিতীয় কোয়ার্টারের ২২তম মিনিটে আবারো গোলের উচ্ছ্বাস বাংলাদেশ শিবিরে। এবারো গোলদাতা সেই আমিরুল (২-০)। প্রথম দুই অর্ধে দাপুটে খেলে বাংলাদেশ। এ সময় উজবেকরাও বেশ কয়েকবার বল নিয়ে বাংলাদেশের বক্সে ঢুকে পড়ে। তবে রক্ষণভাগের দৃঢ়তায় গোলের হাত থেকে বেঁচে যায় দল।

তৃতীয় কোয়ার্টারে শুরুতেই আবারো গোল বাংলাদেশের। জয়ের কাছ থেকে পাওয়া বল আলতো টোকায় জালে পুরেন আবেদ। ৩-০ গোল ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দুই কোয়ার্টারে বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে প্রিন্স বাহিনী; কিন্তু পিসিকে গোলে রূপ দিতে পারেননি খেলোয়াড়রা। উল্টো খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে হুসানভের কোনাকুটি শটে পাওয়া গোলে ব্যবধান ৩-১ গোলে নামিয়ে আনে উজবেকিস্তান।

Link copied!