নানা সমীকরণ মিলিয়ে সৌদি লীগের দল আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেখানে এসেই সৌদি লীগকে অনেক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বললেন তিনি। যদিও লীগ র্যাংকিংয়ে ২৭তম অবস্থানে রয়েছে সৌদি লীগ। এদিকে সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত, সে সম্পর্কেও কোনো ধারণা ছিল না তার। তাই সংবাদ সম্মেলনে উল্টাকথা বলে বসেন এই পর্তুগিজ তারকা ফুটবলার।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এখন ফুটবল পাল্টে গেছে। তাই আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না।’
দক্ষিণ আফ্রিকা?! সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ। সেখানকার ক্লাবে যোগ দিয়েছেন রোনালদো। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আসল কোত্থেকে!
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রসিকতার পাশাপাশি হচ্ছে সমালোচনা। যদিও সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের ভিডিও ক্লিপ দেখলে বোঝাই যায়, এটা অনিচ্ছাকৃত ভুল। কথার স্রোতে সৌদি আরবকে ভুল করে দক্ষিণ আফ্রিকা বলে ফেলেছেন রোনালদো। আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণাঞ্চলের দেশ হলো দক্ষিণ আফ্রিকা।
রোনালদোর এই ভুলের বাইরে আল নাসরে তাঁর আনুষ্ঠানিক পরিচয়-পর্ব কিন্তু রাজকীয়ভাবেই সম্পন্ন হয়েছে। ক্লাবটির মাঠ মরসুল পার্কে ২৫ হাজার আসনে তিল ঠাঁই ছিল না। সমর্থকদের উন্মাতাল চিৎকার এবং সংগীতের মূর্ছনায় পর্তুগিজ তারকাকে বরণ করে নেয় আল নাসর।
আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস মাতানো পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।