সৌদির কাছে হেরে যা বললেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২২, ০৬:২৫ পিএম

সৌদির কাছে হেরে যা বললেন মেসি

বিশ্বকাপে লিওনেল মেসির দলকে মাটিতে নামিয়ে আনে এশিয়ার দল সৌদি আরব। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

খেলা শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কণ্ঠেও ফুটে ওঠে ৫ মিনিটের আক্ষেপ। তিনি বলেন, এমন পরিস্থিতিতে আমার দলের খেলোয়াড়েরা কখনো পড়েছে কিনা, বলতে পারছি না। এমন ধাক্কা বহুদিন আমরা খাইনি। বিশ্বকাপে এমন শুরু আমাদের প্রত্যাশিত ছিল না।

মেসি বলেন, আমরা জানতাম সৌদি আরবের দলটিতে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। তারা গোটা মাঠ চষে বেড়িয়েছেন। আমরা তাদের রক্ষন ভাঙ্গার চেস্টা করেছি। তবে কিছুটা তাড়াহুড়ো করতে গিয়ে ১-২ গোলে পিছিয়ে পড়ি। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি। আমাদের পারফর্মেন্সের মান তখন নেমে যায়। এ সময় আমরা কিছুটা বেপরোয়া ভাবে খেলতে চেয়েছিলাম।’

মেসি আরও বলেন, ‘এই হার সবার জন্যই বড় ধাক্কা। আমরা এমন শুরুর প্রত্যাশা করিনি। সবকিছুই কোনো একটা কারণে হয়। আমাদের তৈরি হতে হবে সামনে যা আসছে তার জন্য। জিততে হবে আর নির্ভর করছে আমাদের ওপর।

এই নিয়ে পঞ্চমবারের মতো সৌদি আরবের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। আর হেরেছে প্রথমবার। বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো প্রথম ম্যাচেও হেরেছে তারা।

Link copied!