সৌদির মাঠে মেসি, প্রতিপক্ষ রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৩, ০৯:৫৭ পিএম

সৌদির মাঠে মেসি, প্রতিপক্ষ রোনালদো

দুই বছরেরও বেশি সময় ধরে মাঠে মেসি-রোনালদোর লড়াই দেখার প্রতীক্ষায় সমর্থকরা। এবার সেই অপেক্ষার অবসান। 

উনিশে জানুয়ারি কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে মেসির পিএসজির বিপক্ষে রিয়াদ একাদশের হয়ে মাঠে নামবেন রোনালদো। 

হয়তো শেষবারের মতো মাঠে দেখা যাবে এই দ্বৈরথকে। কিংবা হতেও পারে এটাই শুরু। 

অনেক দিন ধরেই অপেক্ষায় থাকা সৌদি টিম আল হেলালকে সম্মতি জানিয়ে মেসি নতুন করে শুরু করবেন কি-না, সেই সিদ্ধান্ত নিতেও এই প্রীতি ম্যাচ মেসিকে সাহায্য করবে বলা যায়। কেননা মেসি এই ম্যাচে খেলবেন পিএসজির হয়ে আল হেলালের বিপক্ষে। সাথে থাকবে রোনালদোর আল নাসর টিমও। সৌদি আরবের দুটি দল নিয়ে তৈরি রিয়াদ একাদশের অধিনায়ক হিসেবে আরব অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা।

আগে লা লিগায় নিয়মিতই দেখা যেত বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা রোনালদো ও মেসির লড়াই। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়ে খেলা উপভোগের আনন্দ থেকে বঞ্চিত হয়ে যায় ফুটবলপ্রেমীরা। এই সুযোগ আবারও সামনে পেয়ে ২০ লাখ মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন। টিকেট বিক্রি শুরু হওয়ার প্রথম মিনিটেই শেষ হয়ে গেছে সব টিকেট। গ্যালারিতে বসে খেলা দেখার সৌভাগ্য পাচ্ছেন মাত্র ৬৮ হাজার মানুষ।

এই প্রীতিম্যাচটি নিয়ে এতটাই আবেগী হয়ে উঠেছে ফুটবল বিশ্ব যে এ দুই তারকাকে কাছ থেকে একনজর দেখতে, ড্রেসিংরুম ভাগাভাগি করে নিতে ২৬ লাখ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা) খরচ করে বিশেষ টিকিট কিনে নিয়েছেন সৌদি আরবের এক ব্যবসায়ী।

২০২০ সালের ডিসেম্বরে সর্বশেষ এই দুই মহারথীর লড়াই দেখেছিল ফুটবল বিশ্ব। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। ২ গোল করেন রোনালদো।

ক্লাব ফুটবল এবং দেশের হয়ে ৩৬ বার মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। যার মধ্যে মেসি করেছেন ২২ গোল এবং রোনালদোর ২১টি গোল। এত অপেক্ষার পর এই লড়াইয়ে কার সমর্থকরা শেষ হাসি হাসে - সেটা দেখার অপেক্ষায় বিশ্ব।

Link copied!