নিজ শহর পাহুতোর জনগণের ভালোবাসায় সিক্ত বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সংবর্ধনার সঙ্গে শহরের একটি রাস্তার নামকরণ হচ্ছে তার নামে।
অন্যদিকে সংবর্ধনায় ভাসছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজও। বিশ্বকাপে চার গোল করা জুলিয়ান আলভারেজকে বরণ করে নিয়েছে করদোবার জনগণ। আলভারেজের এ কৃতিত্বে এবার তার ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো কালসিনের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
স্কালোনি বলেন, 'এটা শুধু পুহাতোর নয় সবার জয়। এই কয়েকদিনে আমরা যা অর্জন করেছি তা সারাজীবন আমাদের হৃদয়ে থাকবে।'
জুলিয়ান আলভারেজ বলেন, নিজের দেশকে প্রতিনিধিত্ব করা সত্যি গর্বের। আমি সবসময় চেয়েছি। তবে মাত্র ২২ বছর বয়সে যে এটা হবে আমি কখনো ভাবিনি।
ছোট বেলার ক্লাব অ্যাথলেটিকো কালসিনের মাঠে নেচে গেয়ে উদযাপন করেছেন শিরোপা জয়। যে ক্লাব এখন থেকে পরিচিতি পাবে বিশ্বকাপের প্রথম আসরেই ৪ গোল করে বাজিমাত করা জুলিয়ান আলভারেজের নামে।