সাম ক্যারের জোড়া গোলে চেলসির চতুর্থ এফএ কাপ শিরোপা জয়

ক্রীড়া ডেস্ক

মে ১৬, ২০২২, ০৭:১৪ পিএম

সাম ক্যারের জোড়া গোলে চেলসির চতুর্থ এফএ কাপ শিরোপা জয়

দ্য ফুটবল এসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ বা সংক্ষেপে এফএ কাপের চতুর্থ শিরোপা জিতেছে চেলসির নারী ফুটবল দল। অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে চেলসি শিরোপা নিশ্চিত করে। এর আগে চলতি মাসের ৮ তারিখে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে নারীদের সুপারকাপে নিজেদের টানা তৃতীয় শিরোপা জেতে চেলসি। ম্যানসিটির বিরুদ্ধে সবশেষ এ জয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুললো তারা।

চারটি জয়েই চেলসির নারী দলের কোচের দায়িত্বে ছিলেন কোচ এমা ক্যারল হায়েস। উত্তেজনায় ঠাসা ফাইনালে চেলসিকে দুইবারই পেছনে ফেলে ম্যানসিটি। তবে দুইবারই খেলায় সমতা ফেরায় চেলসি। জয়টা পেতে তাই একটু বেগ পেতে হয়েছে হায়েসের শিষ্যদের। নির্ধারিত সময়ে কোন দল এগিয়ে না থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটের মাথায় চেলসির স্ট্রাইকার সাম ক্যারের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

চেলসির স্ট্রাইকার সাম ক্যার

অতিরিক্ত সময়ের জয়সূচক গোলটি করার আগে নির্ধারিত সময়ের খেলাও সাম ক্যার একটি গোল করেছিলেন। দলের ধারাবাহিক সাফল্যে কোচ হায়েস বেশ আনন্দিত।

অনুশীলনের সময়ে মাঠে চেলসি কোচ এমা ক্যারল হায়েস

তিনি বলেন, “ আজ আমি খুবই আনন্দিত, আমি বিশ্বাস করি চেলসির এই নারী দলটির নাম ফুটবলের ইতিহাসে লেখা থাকবে।” লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে হাজারো সমর্থকদের সামনে চেলসির ব্যাজে চুম্বন করেন কোচ। ২০১২ সালের আগস্ট থেকে হায়েস চেলসির ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। বলা হয়ে থাকে, চেলসির নারী ফুটবল দলকে আজকের এই শক্ত অবস্থান ও ধারাবাহিক সাফল্যের পেছনে হায়েসের অসামান্য ভূমিকা রয়েছে। 

Link copied!