হাফসেঞ্চুরিতম ম্যাচে মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২২, ০১:৪৯ পিএম

হাফসেঞ্চুরিতম ম্যাচে মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট

বেশ জল্পনাকল্পনা শেষে বার্সার ঘর ছেড়ে পাড়ি জমিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে প্রথম মৌসুমটা ভালো না কাটলেও পরে নিজেকে মানিয়ে নিলেন দলের সঙ্গে। যার প্রতিফলন এই মৌসুমে দেখা যাচ্ছে। দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। পিএসজির হয়ে খেলা ৫০তম ম্যাচে প্রতিপক্ষ ম্যাকাবি হাইফার বিপক্ষে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করে দিনটিকে স্মরণীয়ও করে রাখলেন এই ফুটবল জাদুকর। 

এই বিশেষ দিনে মেসি গড়েছেন দুটি রেকর্ড। অভিষেকের পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করা ফুটবলার তিনি। আর অন্যটি হচ্ছে লিগের ইতিহাসে একই ম্যাচে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করা বয়স্ক ফুটবলার তিনি। 

ম্যাকাবিকে ৭-২ গোলে পরাজিত করার এই ম্যাচে পিএসজির গোলের খাতা খুলে দেন মেসি। ১৯ মিনিটে তিনি যে গোলটি করলেন তা ছিল দেখার মতো। কিলিয়ান এমবাপ্পের পাস বক্সের ভেতর পেয়ে বুটের বাইরের অংশ দিয়ে জাল খুঁজে নিল তাঁর মোহনীয় শটটি। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে আরও একটি গোল করেছেন তিনি। ৪৪ মিনিটে গোলটি করেন বক্সের বাইরে থেকে বাঁকানো শটে। এ গোলটিতেও সহায়তা করেছেন এমবাপ্পে। 

ডি-বক্সের বাইরে থেকে করা গোলটির মাধ্যমে একটি রেকর্ডও করেছেন সাবেক বার্সা প্লে-মেকার। ২০০৪-২০০৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর সবচেয়ে বেশি গোল করেছেন ডি-বক্সের বাইরে থেকে। ২৩ গোল নিয়ে সবার ওপরে এখন তিনি। ২২ গোল নিয়ে দুইয়ে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

ম্যাচে শুধু দুটি গোলেই করেননি থামেননি মেসি। সতীর্থদের দিয়ে জোড়া গোল করতেও সহায়তা করেছেন তিনি। একই ম্যাচে দুই গোল ও জোড়া সহায়তায় চ্যাম্পিয়নস লিগের বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি। ম্যাচের দিন আর্জেন্টাইন তারকার বয়স ছিল ৩৫ বছর ১২৩ দিন। 

Link copied!