ম্যাচের ৮১ মিনিটেও এলচে ২-০ গোলে এগিয়ে। রিয়াল মাদ্রিদ সেখান থেকে ঘুরে দাঁড়াল। ২-২ গোলে ড্র করতে পেরেছে তারা। লুক মড্রিচ ও মিলিটাও সমতাসূচক গোল করেছেন।
লা লিগার পয়েন্ট টেবিলে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট রিয়ালের। আর শীর্ষস্থান অটুট রয়েছে। অবশ্য সেভিয়া দ্বিতীয়স্থানে ৪৬ পয়েন্ট নিয়ে।
ম্যাচের ৪২ মিনিটে লিড নেয় এলচে লুকাসের গোলে। ৭৬ মিনিটে পেরে মিলা আরেকটি গোল করেন। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মড্রিচ। আর মিলিটাও হার এড়ানো গোল করেন অতিরিক্ত সময়ে (৯০+২)।