হারি বা জিতি চিৎকার হোক বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০৬:২৮ পিএম

হারি বা জিতি চিৎকার হোক বাংলাদেশ

লাখো মানুষের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। পেয়েছে লাল-সবুজের নিজস্ব পতাকা । প্রায় ১৬ কোটি বাংলাদেশির জাতীয় পতাকা ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এই পতাকার মাঝেই লুকিয়ে আছে বাঙ্গালি কৃষ্টি, সাংস্কৃতি, ঐতিহ্য, স্বপ্ন, চেতনা-সব কিছু। তবে রাজধানীর মিরপুরে স্টেডিয়াম গ্যালারিতে বসে একদল বাংলাদেশি পাকিস্তানের পক্ষে  ‘পকিস্তান পাকিস্তান’  বলে স্লোগান দেওয়ায় পতাকার মর্যাদা আজ অনেকের মনে প্রশ্নের সম্মুখিন। এমনটাই ভাবছেন খেলা দেখতে আসা বাংলাদেশকে সমর্থন করা দর্শকরা।

সরেজমিনে দেখা যায়, গ্যালারিতে চোখের সামনে নিমিষেই প্রিয় জন্মভূমিকে ভুলে তারা হাতে তুলে নিয়েছে পাকিস্তানের পতাকা। যে জন্মভূমিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন ক্রিকেটাররা, সেখানে  গ্যালারি থেকে পাকিস্তানি পতাকা উড়িয়ে হাসান আলীদের সমর্থন দিচ্ছে একদল বাংলাদেশি দর্শক। ম্যাচ চলাকালীন ও শেষে গ্যালারিতে দেখা গেছে অসংখ্য পাকিস্তানি পতাকা। স্বাগতিক দেশকে সমর্থন দেয়ার পাশাপাশি সফরকারী দলকেও সমর্থন দিয়েছেন অনেক বাংলাদেশি দর্শক। তাদের এই উল্লাসের  দৃশ্য দেখলে বুঝার উপায় নেই এটা ঢাকা নাকি লাহোর!  আর এই দৃশ্য দেখে অনেকে হয়েছেন মর্মাহত।মিরপুরের বাসিন্দা রাতুল তাদের একজন।

ভার্সিটি পড়ুয়া রাসেল বলেন, “আমি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, খেলতে ভালোবাসি। টাইগাররা যেমনই খেলুক আমাদের উচিত তাদের সমর্থন করা।  কারন হার জিত সব খেলাতেই আছে। এবার না জিতলেও পরের বারের জন্য উৎসাহিত করা উচিত। মিরপুরের গ্যালারিতে  বসে পাকিস্তানের পতাকা বিষয়টা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে।” 

উত্তরা থেকে আসা ক্রিকেটপ্রেমী ব্যবসায়ী মোস্তাফিজ আমান ক্ষোভ প্রকাশ করে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “খুব হতাশাজনক যে বাংলাদেশী নাগরিক হয়ে, বাংলাদেশকে সাপোর্ট করে উৎসাহিত না করে, গ্যালারিতে পাকিস্থানের পতাকা নিয়ে খেলা দেখছে অনেকেই। খারাপ খেলুক আর ভালো, আমাদের দেশ, আমাদের দল। আমাদের পাশে থাকা উচিত।” 

তিনি আরও বলেন, “আজ ভালো খেলতে পারছেন না বলে যে ভবিষ্যতে ভালো খেলবে না, কিংবা অতীতে ভালো খেলে নাই, এমন তো না।”

৬১৮ দিন পর গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দর্শকরা। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। দল হারের বৃত্তে বন্দি থাকলেও মাঠে ছুটে এসেছিলেন হাজারও দর্শক। গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছেন তারা। এদিন গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের পাকিস্তানকে সমর্থন করতেও দেখা গেছে। যা দেখে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে মাশরাফি লিখেছেন, “খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না, এটা ঠিক। খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশ খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।”

হার বা জয় যাই হোক, স্টেডিয়ামে শুধু বাংলাদেশের পতাকা উড়ার দৃশ্যই দেখতে চান এই নড়াইল এক্সপ্রেস । তার মতে, সমর্থন না দিলে, পাশে না থাকলে দল কখনই ভালো করবে না। মাশরাফি বিন মর্তুজা আরও লিখেছেন, 'আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি, স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।'

Link copied!